সেন্সর ছাড়পত্র পেল আরো দুটি ছবি


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’র পর আরো দুটি ছবি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে। সেগুলো হলো অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’ ও রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’।

আসছে কোরবানি ঈদের পরপরই মুক্তি পাচ্ছে ঢাকাই রফিক শিকদারের ভোলা যায় না তারে ছবিটি। তিনি বলেন, ‘আমরা এ ছবিটির মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সেন্সর হতে ছাড়পত্রও পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদের পরেই সারাদেশে মুক্তি পাবে ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি।

ছবিতে অভিষেক ঘটছে নবাগত তানহা তাসনিয়ার। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা অভিনেতা নীরব। এ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত তানহা তাসনিয়া। তিনি বলেন, ‘প্রথম যে কোনো কিছুই অনেক ভালো লাগা দিয়ে মুড়ানো থাকে। আমার কাছে তেমনি এই ছবিটি। ‘ভোলা তো যায় না তারে’ খুব চমৎকার একটি প্রেমের ছবি। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে।’  

ছবিটি প্রসঙ্গে নীরব বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এই ছবিটি। দু’টি ধর্মের যুবক-যুবতীর প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে এখানে। এখন তো সর্বত্রই নকল ছবির বাজার। দর্শকরা প্রায়ই এই অভিযোগ করেন। সেদিক থেকে এটি তাদের জন্য বিশেষ উপহার। কারণ সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে।’

Dui Chobi 1
গেল ১৭ই ফেব্রুয়ারি থেকে ধলেশ্বরী ফিল্মস’র ব্যানারে রফিক সিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শুরু হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিয়া হল, ছবির হাট ও বই মেলাতে শুটিং হয়েছে। পরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির গানসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়।

অন্যদিকে ভালোবাসার গল্প ছবিটি গেল ৩ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর গেল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আনকাট ছাড়পত্র পেয়েছে বলে জানালেন এর নির্মাতা অনন্য মামুন। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, নবাগত মুনিয়া আফরিন সাদিয়া, আরজু কায়েস ও তানিয়া রহমান।

এ প্রসঙ্গে মামুন জাগো নিউজকে বলেন, ‘ভালোবাসার গল্প ছবিটি আনকাট ছাড়পত্র পাওয়ায় খুব ভালো লাগছে। অনেক চমৎকার এবং মৌলিক গল্প নিয়ে ছবিটি তৈরি করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন। আগামী মাসে ভালো দিন দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে।’

Dui Chobi 2
বাস্তব প্রেমকাহিনি অবলম্বনে নির্মিত রোমান্টিক এ ছবির শুটিং শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। সাভারে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের বাড়ি, বিএফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।