দল পুনর্গঠন ও সংস্কারের জন্য লন্ডনে খালেদা


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

দল পুনর্গঠন ও সংস্কারের ব্যাপারে তারেক জিয়ার সঙ্গে আলোচনা করতে বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ।
 
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে খালেদা জিয়া ষড়যন্ত্র করার জন্য লন্ডনে গেছেন, তাদের এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন,  সেখানে বিএনপি চেয়াপারসন ও  সিনিয়র ভাইস চেয়ারম্যানের মধ্যে যে আলোচনা হবে তাতে দেশ ও জনগণের উপকার হবে।

স্বৈরাচার এবং বিশ্ব বেহায়া এক সঙ্গে মিলে বিষে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই বিষ উনিশ-বিশ নয়। এই বিষ হচ্ছে প্রকৃত বিষ। তারা দেশকে ধ্বংস করতে চাইছে।

সারা দেশ আজকে কারাগারে পরিণত হয়েছে উল্লেখ করে বিএপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কারাগারে যেমন কথা বলার, চলাফেলার স্বধীনতা নেই। তেমনি দেশের সকল রাজনীতিক নেতার মোবাইল মনিটরিং করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সচেষ্ট আছেন। আর বাকশাল গ্রুপ গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য সচেষ্ট  আছে।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ভাইস-চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড,মোহাম্মাদ শফিকুল ইসলাম প্রমুখ।

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।