রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা


প্রকাশিত: ১২:২৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ঈদুল আজহা উপলক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককে পৃথক পৃথক ঈদ কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম জাতীয় সংসদ ভবনে বিরোধী নেত্রীর অফিসে গিয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।

খুরশিদ-উল আলম এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে এইচ এম এরশাদের সংসদ ভবনের অফিসে যান এবং তার সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বিকেল সাড়ে ৫টায় বিএনপির নয়াপল্টনের অফিসে যান এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে একটি ঈদ কার্ড হস্তান্তর করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।