ওয়ালটনের মোবাইল রিংটোনে কনা


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

যাত্রার শুরু থেকেই কাস্টমাইজ রিংটোন দিয়ে মোবাইলফোন বাজারজাত করে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার তাদের থিম রিংটোনের তৃতীয় সংস্করণ বানালো ওয়ালটন। ‘রঙ’ নামের এই বিশেষ রিংটোনে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা। কনা এই প্রথম কোনো মোবাইল রিংটোনে কণ্ঠ দিলেন।

চমৎকার এই রিংটোনে শ্রোতারা পাবেন ভিন্ন আমেজ। বরাবরের মতই ওয়ালটনের তৃতীয় সংস্করণের এই রিংটোনও কম্পোজ করেছেন ফুয়াদ ইবনে রাব্বি। কনার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন ইশতিয়াক দেওয়ান রোমিও।

এই রিংটোনটি ওয়ালটনের সকল মোবাইল সেটে থাকবে। রিংটোন মোবাইলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় রিংটোন শুনেই বোঝা যায় মোবাইলটি কোন ব্র্যান্ডের। আবার ভালো রিংটোন সহজেই মন কেড়ে নেয় গ্রাহক বা যারা শুনছেন তাদের। কিন্তু অনেক ব্র্যান্ডেরই নিজস্ব রিংটোন থাকেনা। সেদিক থেকে ওয়ালটন অন্যদের চেয়ে এগিয়ে।

এ বিষয়ে কনা বলেন, ফুয়াদ ভাইয়ের তত্ত্বাধানে খুব উঁচুমানের একটি কাজ হয়েছে। কাজটা করে মজা পেয়েছি। ক্রিয়েটিভ একটা কিছু করেছি বলে মনে হয়েছে। ভাবতে ভালো লাগছে যে, ওয়ালটনের লাখ লাখ মোবাইল সেটে আমার কণ্ঠ বাজবে! ভক্তদের সঙ্গে সবসময়ই থাকা যাবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।