সংবর্ধনা পাচ্ছেন তারেক মাসুদের মা নুরুন্নাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

‘তারেক মাসুদ স্মরণ’ আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ম্যাজিক লণ্ঠন। আগামীকাল (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে অনুষ্ঠানটি হবে।

এই স্মরণ অনুষ্ঠানে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদের সংবর্ধনা প্রদান করবে ম্যাজিক লণ্ঠন। তারেকের মা ও তার বন্ধুর লেখা নিয়ে সম্পাদিত ‘তারেক মাসুদ : শূন্যের ভিতরে এতো ঢেউ’ বইটিরও পাঠ-উন্মোচন করা হবে এই অনুষ্ঠানে। বইটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন ইব্রাহীম খলিল।

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারেক মাসুদের কর্ম নিয়ে বিস্তর আলোচনা হলেও একজন তারেক হয়ে ওঠার লড়াই থেকে গেছে খানিকটা অন্তরালেই। ক্ষণজীবী এই নির্মাতার ব্যক্তি ও কর্মজীবন নিয়ে যতোটুকু জানা যায়, তা অনেকটা দূর থেকে দেখার মতোই। কারণ তারেক সম্পর্কে যেসব তথ্য জানা যায়, সেখানে তার পরিবারের সদস্যদের জানানো তথ্য খুব কমই। জানার সেই আগ্রহ থেকেই আমাদের ছোট্ট এই আয়োজন।’

এই অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে কথাসাহিত্যিক মামুন হুসাইন আলোচনা করবেন এবং তারেক মাসুদকে নিয়ে দিলশাদুল হক শিমুল নির্মিত প্রামাণ্যচিত্র ‘সুলতান’-এর প্রদর্শনী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১১ সালে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত এ জার্নালটি প্রকাশ করা হয়। ইতোমধ্যেই ম্যাজিক লণ্ঠনের ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে।

পিডি/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।