বঙ্গবন্ধুকে নিয়ে ইলিয়াসের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে বাংলাদেশে ফিরে আসেন। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে একটি গান তৈরি করা হয়। যার শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধু ফিরে এলে’।

গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এটি লিখেছিলেন আবিদুর রহমান, সংগীতায়োজন করেন সুধিন দাসগুপ্ত।

গানটি নতুন করে গেয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

ইলিয়াস এ গান নিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু নামটি বাঙালি জাতির সাথে গভীরভাবে জড়িয়ে আছেন। তিনি না থাকলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। তার প্রতি সেই আবেগ ও শ্রদ্ধা থেকেই গানটি নতুন করে গেয়েছি।’

৬ সেপ্টেম্বর ‘স্টেজ ফর ইউথ’ সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রথম মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। নিশ্চিত করলেন ইলিয়াস।

গানটির চিত্রায়ন করা হয়েছে মেহেরপুর মুজিবনগরসহ বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি স্থানে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।