যেমন ছিল সব্যসাচী-সুবর্ণা মুস্তাফার এক পথে হাঁটার গল্প

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

কলকাতার সিনেমার প্রিয় মুখ সব্যসাচী চক্রবর্তী। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা সিরিজের সিনেমায় দুর্দান্ত অভিনয় করে টালিগঞ্জের ফেলুদা হিসেবে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। আর বাংলাদেশে নাটক ও সিনেমার প্রিয় মুখ সুবর্ণা মুস্তাফা। দেশের অসংখ্য নাটক সিনেমায় অভিনয় করে সবার প্রিয় হয়ে আছেন তিনি।

দুই বাংলার এই দুই প্রিয় মানুষ এক হয়েছেন বাংলাদেশের সিনেমায়। ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় ছবি ‘গণ্ডি’তে জুটি হয়ে অভিনয় করছেন তারা। আজ ১ সেপ্টেম্বর এই সিনেমার শেষ অংশের শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন সব্যসাচী চক্রবর্তী। আগামীকাল সোমবার থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিবেন তারা।

গণ্ডির শেষ অংশের শুটিং শুরুর আগেই রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে হাজির হয়েছিলেন এই সিনেমার টিম। ঘড়ির কাঁটায় সোয়া আটটা। হলরুমে ঢুকলেন সব্যসাচী। পর্দায় ভেসে উঠলো কালিকা প্রসাদের ছবি।

স্টেজে আসলেন সাজেদ ফাতেমি। গান ধরলেন ‘তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। গণ্ডি সন্ধ্যাটা শুরু হলো এমন ভাবেই প্রয়াত কণ্ঠশিল্পী কালিকা প্রসাদকে স্মরণ করে।

Suborno1.jpg

উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, অপর্ণা খান, নির্মাতা ফাখরুল আরেফিন খানসহ ছবিটির কলাকুশলী ও স্পন্সররা। সব্যসাচী ও সুবর্ণা শোনালেন গণ্ডি ছবির যাত্রার গল্প। দুই বাংলার দুই তারকার এক সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? জানিয়েছেন তারা।

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নির্মাতা আরেফিন দারুণভাবে গল্পটি শুনিয়েছে আমাকে। গল্পটা শুনেই মুগ্ধ হয়েছিলাম। পরে যখন শুনলাম এই ছবিতে অভিনয়ের জন্য সব্যসাচী দাদা রাজি হয়েছেন তখন অনেক খুশি হয়েছি। তার সঙ্গে অভিনয় করে অনেক ভালো লেগেছে।’

সুবর্ণা মুস্তাফার সঙ্গে সুর মিলিয়েই কথা বলতে শুরু করলেন সব্যসাচী চক্রবর্তী। তিনি বলেন, ‘আমাকে এমন একটা চরিত্রের বিষয়ে ভাবার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানায়। সুবর্ণা মুস্তাফা অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করে নিজেকে সোভাগ্যবান মনে হয়েছে। আমি অনেক কিছু শিখেছি এই ছবির টিমের কাছে।’

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’ সিনেমাটি। রোমান্টিক-কমেডি ঘরানার এই কাহিনি এগিয়ে যাচ্ছে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। এই দুটি চরিত্রেই অভিনয় করেছেন সব্যসাচী ও সুবর্ণা।’

যেখানে দেখা যাবে দুই বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন। তাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে। একা একা বিষণ্নতায় ভুগতে থাকা দুটি মানুষ বন্ধু হয়ে যায়। যে বন্ধুত্ব কোনো সমাজ, ধর্ম বা কাঁটাতার মানতে চায় না। কিন্তু ছেলে মেয়েরা সেটা কী মেনে নেয়? সেটা দেখতে হবে সিনেমাতেই।

এরই মধ্যে লন্ডন ও কক্সবাজারে শুটিং করেছেন সব্যসাচী ও সুবর্ণা। এবার ঢাকাতেই শুটিং করবেন তারা। এতে আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, ফিয়োনা ও কলকাতার পায়েল মুখার্জি। ছবির একটি গানের সুর ও সংগীত করছেন দেবজ্যোতি মিশ্র। রূপঙ্করের কণ্ঠে হয়তো শোনা যাবে গানটি। ২০২০ সালের শুরুতে ‘গণ্ডি’ মুক্তি পাবে।

এমএবি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।