নকলায় আ.লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া শেরপুরের নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডেভিডকে (৪০) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নকলা উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় তাকে দল থেকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ জনিয়েছেন।

এদিকে, বুধবার দুপুরে র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় গ্রেফতারকৃত সামসুজ্জামান ডেভিডসহ তিনজনকে নকলা থানা পুলিশ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাদের জেলা করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নকলা থানা পুলিশের ওসি গোলাম হায়দার জানিয়েছেন।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ জানান, মঙ্গলবার দুপুরে মাদকসহ চর অষ্টাধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডেভিডকে (৪০) র‌্যাব গ্রেফতার করার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই নকলা উত্তর বাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে সভায় সর্বসম্মতভাবে ডেভিডকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সিপিসি ইউনিট-১ নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের দরবারচর গ্রামে মঙ্গলবার দুপুরে এক অভিযান পরিচালনা করে। এসময় আওয়ামী লীগ নেতা সামসুজ্জামান ডেভিড সরকারের (৪০) বসত ঘরে তল্লাশি করে ২৬৫ পিস ইয়াবাসহ ডেভিড এবং তার দুই সহযোগী রিয়াদ হাসান (২৬) ও নাহিদ হাসান রবিনকে (১৮) গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতেই র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে তাদের নকলা থানায় সোপর্দ করে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।