দুই বছর পর ফিরলেন তিন্নি


প্রকাশিত: ০২:০৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

বছর দু্ই আগে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। তারপর লম্বা বিরতি। পারিবারিক নানা ঝামেলায় তাকে আর শোবিজে দেখা যায়নি। দারুণ মেধাবী এই শিল্পীর হঠাৎ নীরবতায় মনর খারাপ করেছিলেন তার ভক্ত অনুরাগীরা।

তাদের জন্য সুখের বার্তা নিয়ে আসছে ঈদ উপলক্ষে নির্মিত নাটক দিয়ে আবারো নতুন যাত্রা করলেন তিন্নি। তার মা কস্তুরি দত্ত মজুমদারের গল্প নিয়ে ‘একই বৃন্তে’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার। এটির চিত্রনাট্য করেছেন আলী আজাদ।

এখন থেকে নিয়মিত নাটকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিন্নি। নাটকে তার চরিত্রের নাম সোহা। এখানে তার বিপরীতে কাজ করেছেন মডেল ও চিত্রনায়ক নীরব। এই নাটকের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর জুটি বাঁধলেন তিন্নি-নীরব। সর্বশেষ তারা ২০০৮ সালে ইফতেখার আহমেদ ফাহমির ‘সিনেমা’ নাটকে অভিনয় করেছিলেন।

নতুন করে ফেরা প্রসঙ্গে তিন্নি জাগো নিউজকে বলেন, ‘ঘরের ফেরা সবসময়ই আনন্দের। আসলে ইচ্ছা করে কেউ নিজেকে আড়াল করে না। নিয়মিত কাজ করি না, এটা আমারও কষ্ট। ভক্তদের চেয়েও এই কষ্ট আমার বেশি। আমি সব সময়ই তাদের সান্নিধ্যে থাকতে চেয়েছি। নতুন করে আবার শুরু হল। এখন থেকে নিয়মিত অভিনয় করব আশা করি।’

রোমান্টিক গল্পে নির্মিত নাটকটির দৃশ্যধারণ হয়েছে ঢাকার সরকারী বিজ্ঞান কলেজ ও বিভিন্ন জায়গায়। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।