টিয়ার গপ্পোতে এলো বেলালের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২০ আগস্ট ২০১৯

ফয়েজ আহম্মদের ছড়া থেকে তৈরি হল গান। আন্না পুনমের ছোট গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘টিয়ার গপ্পো’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে।

নির্মাতা সোহেল রানা বয়াতি'র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান। ‘টিয়ে তোর বাড়ি কোথা/টিয়ে রে টিয়ে রে রোজ দেখি আকাশে/ সবুজের পাখা সে যাবি কি খুকুরে আজ নিয়ে রে’- এমন কথার গানটির সংগীত করেছেন এম এ রহমান।

গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘ধর্ষণ আমাদের দেশে এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ হতে মুক্তি পাবার একটাই পদ্ধতি। তা হলো আমাদের মনোভাব পরিবর্তন করা।এমন বিষয়বস্তু নিয়েই চলচ্চিত্রটি নির্মিত এবং গানটি চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করে। ভালো লাগছে এমন কাজের অংশ হতে পেরে।’

বয়াতি বলেন, ‘টিয়ে ছড়াটি ছোটবেলায় পড়েছিলাম। চলচ্চিত্রটির সাথে ছড়াটিকে ব্যবহার করতে চাইলাম। কারণ ছড়াটি শিশুরা যে স্বপ্নের নিরাপদ পৃথিবী চায় সেই পৃথিবীর কথা বলে।’

২০ আগস্ট ডালিউড মোশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার পর চলচ্চিত্রটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।

দেখুন গানটি :

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।