রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়


প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

স্প্যানিশ লা লিগার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিতর্কিত পেনাল্টি এবং গোলরক্ষকের ভুলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে উড়ে গেছে শাখতার দোনেৎস্ক।

মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের বিপক্ষে সমান তালে লড়তে থাকে ইউক্রেনের শাখতার। তবে ৩০ মিনিটে শাখতারের গোলরক্ষক আন্দ্রি পিয়াতভের ভুলে লিড নেয় রিয়াল। ইসকোর ক্রস গ্লাভসবন্দি করতে না পারায় ফাঁকায় বল পেয়ে যান বেনজেমা। আর বল পেয়ে বল জালে জড়াতে কোন ভুল করেননি এই ফরাসি স্ট্রাইকার।

সমতা ফেরাতে  দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে খেলে শাখতার। তবে  ৫০ মিনিটে মিডফিল্ডার তারাস স্তেপানেনকো লাল কার্ডে আক্রমণের ধার হারায়।

৫৪ মিনিটে বেনজেমার ক্রস থেকে বল পেয়ে রোনালদো শট করলে শাখতারের ডিফেন্ডারের পিঠ লাগলেও পেনাল্টি দেন রেফারি। বিতর্কিত এই পেনাল্টি থেকে গোল করে আদায় করে নেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ৭৮তম এই গোল করে মেসিকে ছাড়িয়ে যান তিন বারের ব্যালন ডি’অর জয়ী।

৬৩ মিনিটে আবার আরেক বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় রিয়াল। আর এ থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন রোনালদো। ৮১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে মার্সেলোর জোরালো শট শাখতারের গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে থেকে রোনালদোর হেড ফেরাতে পারেননি। আর এই গোলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মাতেন রোনালদো।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।