দশ বছর পর বাসে চড়লেন ইমন


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

নায়ক বলে কথা! হুটহাট করে তো আর পাবলিক প্লেস কিংবা যেখানে-সেখানে যাওয়া যায় না! তাই অনেকসময় অনেককিছুর স্বাদ থেকেই বঞ্চিত হতে হয়। জনপ্রিয় চিত্রনায়ক ইমনের ক্ষেত্রেও এমনটাই হয়েছে।

প্রায় ১০ দশ বছর ধরে তিনি বাসে চড়েন না। অবশেষে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ডানা মেলে’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে ইমন অনেকটা রথও দেখলেন কলাও বেচলেন! মানে নিজের নায়িকা মেহজাবীন চৌধুরীকে সঙ্গে নিয়ে দশ বছর পর বাসে চড়লেন।

এ প্রসঙ্গে ইমন জাগো নিউজকে বলেন, ‘অনেক বছর গণপরিবহনে ওঠা হয়নি। তা প্রায় ১০ বছর তো হবেই! দীর্ঘবছর পর বাসে ওঠার স্বাদটা পূরণ হলো। ভাবতেই ব্যাপারটা অন্যরকম লাগছে।’

তিনি আরো বলেন, ‘আমি এমনিতে এখন নাটক-টেলিফিল্মে খুব একটা কাজ করি না। তারপরও গল্প ভালো এবং কাছে মানুষদের আবদার মেটাতেই এই টেলিছবিতে কাজ করলাম।’

‘ডানা মেলে’ টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। এটির প্রসঙ্গে রাজ বললেন, ‘আমার কাজগুলো দর্শকদের ভালো লাগে বলেই আমি তাদের ভালো কাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি এই কাজটি সবাই উপভোগ করবেন।’

তিনি আরো বলেন, ‘ঈদের জন্যই ‘ডানা মেলে’ তৈরি করছি। এটি প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।’

ডানা মেলে টেলিফিল্মটিতে ইমন ছাড়া আরো অভিনয় করেছেন মেহজাবীন, শামীম নাজনীন ও জিএম শহিদুল আলমসহ আরো অনেকে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।