কোরবানির মাংস বিতরণ করলেন পরীমনি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৩ আগস্ট ২০১৯

এবারো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) -তে চারটি গরু কোরবানি করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। সোমবার বিকেলে নিজ হাতে তিনি মাংস বিতরণ করেন।

ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। সেখান থেকেই চারটি গরু কেনেন তিনি।

এফসিডিসিতে কোরবানির পর গরুর মাংসগুলো অসচ্ছল শিল্পীদের মাঝে বিতরণ করেন পরীমণি।

প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি পরের পর দুইটি এবং পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি। এরই ধারাবাহিকতা এবার এফডিসিতে চারটি গরু কোরবানি দিলেন পরীমনি।

এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।