ঈদে হুমায়ুন আহমেদের ৭ নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১০ আগস্ট ২০১৯

পবিত্র ঈদুল আযহার ৮ দিনব্যাপি আয়োজনে চ্যানেল আই সংযুক্ত করেছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭টি জনপ্রিয় নাটক। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে।

‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন নাটক ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের ৩য় দিন নাটক ‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন নাটক ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন নাটক ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন নাটক ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।

নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, জামনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত।

আরও দেখা যাবে শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।

নাটকগুলো পুনঃপ্রচার হবে। এর আগে এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আসছে ঈদে নাটকগুলো প্রচার হলে দর্শকের মনে আলাদা করে দাগ কাটবে বলে প্রত্যাশা চ্যানেল আই কর্তৃপক্ষের।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।