তানভীর তারেকের ঈদের লাভবক্সে সেরা তারকারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১০ আগস্ট ২০১৯

সিনেমা, মডেলিং ও সংগীত। স্ব স্ব ক্ষেত্রে নিজেদের সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। দর্শক-ভক্তদের মনের মন্দিরে গড়েছেন ভালোবাসার আসন। তারা হলেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল-বর্ষা জুটি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল পিয়া জান্নাতুল, সংগীতের সুপারস্টার হাবিব ওয়াহিদ ও চলচ্চিত্রের নতুন হার্টথ্রুব তাসকিন রহমান।

এই চারজনকে নিয়ে ঈদের চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেক। সাংবাদিকতার পাশাপাশি যিনি সঙ্গীতপরিচালক ও লেখক হিসেবেও সমাদৃত সবার মাঝে।

এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ইয়াং নাইট লাভ বক্স দীর্ঘ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন তানভীর। দেশীয় দর্শকদের একঘেয়েমি সেলিব্রিটিশো’র বাইরে এই শোটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছে। অনুষ্ঠানটির আইডিয়া ছিল দেশবরেণ্য সংবাদব্যক্তিত্ব মুন্নী সাহার।

প্রতি ঈদে ইয়াং নাইট লাভ বক্স দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ভিন্ন আঙ্গিকে সাজে। তারই ধারাবাহিকতায় আসছে কোরাবানির ঈদ উপলক্ষে এবারের বিশেষ লাভবক্স প্রচার হবে ঈদের দিন থেকে টানা তিনদিন।

ঈদের দিন ১২ আগস্ট রাতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় বিশেষ লাভবক্সে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ঈদের দ্বিতীয় দিনের অতিথি হিসেবে থাকছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান।

ঈদের তৃতীয় দিন তানভীর তারেকের অতিথি হিসেবে আড্ডা দেবেন দেশসেরা কন্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ।

কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় এবারের ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে টানা দিনদিন রাত ১ টা ২০ মিনিটে। একই সময় পরদিন দুপুরে তা পুনঃপ্রচার করা হবে।

ঈদ স্পেশাল ইয়াং নাইট লাভবক্স এর সঞ্চালক তানভীর তারেক তার অনুষ্ঠানটি নিয়ে বলেন, ‘প্রচলিত এবং নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। না, এসব টক শোতে সালামি পেলেন কত, দিলেন কত - এমন একই টাইপের গতানুগতিক কোনো প্রশ্ন নেই।

আমি মনে করি তারকাদের সাথে নতুন কিছু গল্প তুলে ধরেছি। আড্ডার ভেতরে শুটিংয়ের সময়ই পুরো সেট জুড়ে ক্যামেরামানসহ সকলে হেসে উঠেছি আমরা প্রায় সময়ই। বলা যায় প্রায় সরাসরি অনুষ্ঠানের মতো করেই সেই প্রাণবন্ত আড্ডাই আমরা শেয়ার করছি এবারের ঈদের বিশেষ এই অনুষ্ঠানে।’

‘ইয়াং নাইট লাভ বক্স’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারুকে আজম।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।