ফারহান-ইভানা জুটির ঈদের চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৯ আগস্ট ২০১৯

ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শর্ট ফিল্ম ‘তুমিও আমার হতে পারতে’। আজব কারখানা নির্মিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন এ সময়ের তরুণদের পছন্দের জুটি মুশফিক আর ফারহান ও পারসা ইভানা।

জয় শাহরিয়ার এর গল্প ও চিত্রনাট্যে ‘তুমিও আমার হতে পারতে’ পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই এই শর্ট ফিল্ম। এ প্রসংগে স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টীম ওয়ার্ক।’

মুশফিক ফারহান বলেন, ‘এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে।’

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গান গুলো যেহেতু আমারই এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে। আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা যেহেতু তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।