বাণী-বচন : ১৪ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

রাজনীতি
দেশ শাসনভার আল্লাহ তাআলার নিকট হইতে আমানত। – আল হাদিস

সকল রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ। – আবুল ফজল

নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল। – ওয়েনডেল ফিলিপস

রাজনীতি সবচেয়ে বড় জুয়া খেলা। – ডিজরেইলি

তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেরানো রাজনীতির নৈপুণ্য। - রবীন্দ্রনাথ ঠাকুর

বচন
খায়না করে পুঁজিপাটা,
তার কপালে মারি ঝাঁটা।
অর্থ : ভাল না খেয়ে বা কম খেয়ে যারা টাকা জমায়, তারা অতি ঘৃণার পাত্র- এ অর্থে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।