প্রযোজক সমিতির সভাপতি খসরু, সম্পাদক শামসুল আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৯ জুলাই ২০১৯

সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হলো। ২৭ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল নির্বাচিত ১৯ জন প্রযোজকের নাম ঘোষণা করেন।

সেখানে সর্বাধিক ১২১ ভোট পেয়ে ১ নাম্বার জয়ী হিসেবে নির্বাচিত হন প্রযোজক খোরশেদ আলম খসরু। তাকেই সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন বিজয়ীরা। আজ সোমবার (২৯ জুলাই) দ্বিতীয় ধাপের ভোটে প্রথম ধাপের নির্বাচিত ১৯ জন প্রযোজক ভোট প্রদানের মাধ্যমে নতুন কমিটির বিভিন্ন পদের প্রার্থীদের নির্বাচন করেন।

সেই ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাক শাসমুল আলম।

এছাড়া উর্ধ্বতন সহ-সভাপতি পদে কামাল কিবরিয়া লিপু, সহ-সভাপতি পদে মো. শহীদুল আলম, সহকারি সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলা জাহান নদী।

নির্বাচিত এই নতুন কমিটি আগামী ২০১৯-২০২১ সাল পর্যন্ত চলচ্চিত্রের মাতৃসম সংগঠনটিকে নেতৃত্ব দেবে।

এর আগে শনিবার (২৭ জুলাই) প্রথম ধাপের নির্বাচনে ১৩৪ জন ভোটার ওই ১৯ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত হন খোরশেদ আলম খসরু (১২১), সামসুল আলম (১১৭), ইস্পাহানি (১১৩), কামাল মোহাম্মাদ লিপু (১১০), মেহেদী হাসান সিদ্দিকী মনির (১০৬), মোর্শেদ খান হিমেল (১০৩), রশিদুল আমিন হলি (১০০), জাহিদ হোসেন (৯৮), এ. জে. রানা (৯৬), মোহাম্মদ হোসেন (৯৫), ইয়ামিন হক ববি (৮৬), কামাল লিপু (৮১), অপূর্ব রানা (৮০), নাদির খান (৭৯), শহিদুল আলম (৭৬), ইকবাল হোসেন জয় (৭৩), ইলা (৭২), ড্যানি সিডাক (৬৯) এবং সর্বশেষ ৬৫ ভোট পেয়ে ১৯ নম্বর বিজয়ী হিসেবে নির্বাচিত হন আলিমুল্লাহ খোকন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআইয়ের অঙ্গ সংগঠন। তাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আবদুছ সামাদ আল আজাদ (যুগ্মসচিব), সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।

মামলা ও নানা জটিলতার কারণে সাত বছর বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।