অপূর্ব-তিশার শুভ জন্মদিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৯ জুলাই ২০১৯

সময়ের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। নাটকে তাদের উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি উপভোগ। তারা এরইমধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।

সেই ধারাবাহিকতায় তারা আরও একটি নতুন নাটকে কাজ করলেন। এর নাম ‘শুভ জন্মদিন’। সীমান্ত সজলের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে এই বিশেষ এক ঘণ্টার নাটকটি। এটি রচনা ও চিত্রনাট্যও করেছেন পরিচালক।

নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শ্রাবন্তী অধিকারী, মোসফিকুর শুভ, নুসরাত চৌধুরী, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ ও থিয়েটারের ৩০ অভিনয় শিল্পী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল।

প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত ‘শুভ জন্মদিন’ নাটকটির নির্বাহী প্রযোজক মো. মোজাফফর হোসেন দিপু। ৩০ জুলাই মাছরাঙা টেলিভিশনের জন্মদিন। সেদিন রাত ৯টায় নাটকটি প্রচার হবে চ্যানেলটিতে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সীমান্ত সজল বলেন, ‘শুভ জন্মদিন’ মানুষের জীবনের কথা বলবে, ভালবাসার কথা বলবে। বারবার ফিরে আসুক ‘শুভ জন্মদিন’। আশা করি বরাবরের মতোই আমার এই নাটকটিও দর্শক পছন্দ করবেন।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।