বিজেপিতে যোগ দেওয়ায় অভিনেত্রীকে হুমকি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৬ জুলাই ২০১৯

অভিনেতা-অভিনেত্রী থেকে নেতা হয়েছেন অনেকেই। সেই পথে হেঁটেই তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে লোকসভা নির্বাচনে জয়ি হয়ে সংসদ সদস্য হয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এরপর টালিউডে তারকাদের রাজনীতিতে আসার হিড়িক চলছে।

তারকাদের দলে ভেড়াচ্ছেন রাজনীতিবিদরা। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এরপর বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। তিনি নিজেই অভিযোগ তুলেছেন বিজিপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে নানা ধরণের হুমকি দেওয়া হচ্ছে।

এক ফেসবুক পোস্টে রূপাঞ্জনা লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলতে চাই, তৃণমূল কর্মীদের কাছ থেকে হুমকিবার্তা পাচ্ছি। সব স্ক্রিনশটই রয়েছে আমার কাছে। এসব বন্ধ করুন।’

উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লির সদর দফতরে বিজেপির সদস্যপদ নেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র ও রূপাঞ্জনা মিত্র।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।