রাজন সাহার সুরে কাজী শরীফের অভিষেক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৩ জুলাই ২০১৯

প্রকাশ হলো রাজন সাহার সুরে তরুণ কণ্ঠশিল্পী কাজী শরীফের প্রথম গান। ‘ভাবি বসে একা কি অকারণ, আমার মাঝে যেন থাকেনা মন, তোকে নিয়ে শুধু মন পাহারায়, কী যেন কী ভেবে স্বপ্ন সাজাই’- এমন কথার গান গেয়েছেন কাজী শরীফ। শিল্পীর লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

২২ জুলাই লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘মন পাহারায়’ শিরোনামের রোমান্টিক এই গানটি। এতে শিল্পী কাজী শরীফের সঙ্গে মডেল হয়েছেন 'ভিট-চ্যানেল আই' সুন্দরী কাজী জারা। ভিডিওটি তৈরি করেছেন সৈকত রেজা। এর দৃশ্যধারণ হয়েছে ঢাকা ও কক্সবাজারে।

বিজ্ঞাপন

গানটি নিয়ে শিল্পী বলেন, ‘দীর্ঘদিন ধরে গান করছি। সুরকার রাজন আমার বন্ধু। স্টুডিও জয়াতে তারই তত্ত্বাবধানে আলোর মুখ দেখলো আমার প্রথম গান। আমি শ্রদ্ধেয় ফিরোজ খান, আরিফুল ইসলাম মিঠুসহ কয়েকজন ওস্তাদের কাছে গজল, উচ্চাঙ্গ, নজরুল ও আধুনিক সংগীতের ওপর তালিম নিয়েছি। এর বাইরে মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘অনেকেরই প্রথম গান আমি তৈরি করেছি। প্রথম গান হিসেবে কাজী শরীফ বেশ ভালো গেয়েছেন। বিভিন্ন ওস্তাদের কাছ থেকে তালিম নেওয়া এই শিল্পীর ভবিষ্যৎ উজ্জল বলেই মনে করছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।