ছেলেকে নিয়ে অভিনয় করলেন অপু


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহীর আঞ্চলিক ভাষার অভিনেতা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় মুখ রাশেদ মামুন অপু। তার সাবলীল অভিনয় খুব সহজেই দর্শক মুগ্ধ করে। এবার তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

আর এখানে তিনি অভিনয় করলেন নিজের ছেলে অনুরণনকে সঙ্গে নিয়ে। অপুর ছেলের অভিষেক হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘সংকোচ’। এটি রচনা ও পরিচালনায় ছিলেন পল্লব বিশ্বাস। এটি একটি সচেতনতা বৃদ্ধির চলচ্চিত্র।

প্রথমবারের মতো ছেলের অভিনয় করা নিয়ে রাশেদ মামুন অপু জাগো নিউজকে বলেন, ‘কোনো পরিকল্পনা করে ও অভিনয় করেনি। আমার নিজেরও কোনো ইচ্ছে নেই ছেলেক জোর করে অভিনেতা বানানোর। পরিচালক ওকে দেখে শিশু চরিত্রের জন্য পছন্দ করায় ও সুযোগ পেয়েছে। ছেলের অভিনয়ে আমি অনেক খুশি। পরিচালকও তাকে অনেক সহযোগিতা করেছেন।’

ছেলে ভবিষ্যতে অভিনয় করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ছেলে যদি ভবিষ্যতে অভিনয় করতে চায় তাহলে আমার আপত্তি নেই। ওকে থিয়েটারে ভর্তি করাবো। আমি চাই সে স্কুলিংয়ের মাধ্যমে অভিনয়ে আসুক। শুধু বাবার পরিচয়েই ওকে অভিনেতা বানাতে চাই না।’

অপুর ছেলে অনুরণনের বয়স পাঁচ বছর। সে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে কেজি ওয়ানে পড়ছে।

এদিকে সচেতনতা বৃদ্ধির জন্য নির্মিত ‘সংকোচ’-এর গল্পে দেখা যাবে- ছোট সন্তানকে নিয়ে বাবা যে কাজগুলো আগ্রহ নিয়ে করেন, সন্তান বেড়ে ওঠার পর বৃদ্ধ বাবা-মাকে নিয়ে সেগুলো করতে অনেক সময় বিরক্ত হন। সন্তানের প্রতি বাবার ভালোবাসা আবার বাবা বৃদ্ধ হওয়ার পর তার প্রতি সন্তানের ভালোবাসা কেমন তা ফুটিয়ে তোলা হয়েছে এতে।

চলচ্চিত্রটি অনলাইনে পপকর্নলাইভ.টিভিতে প্রচার হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।