দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন বাংলার ১১ তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৯ জুলাই ২০১৯

বিজেপিতে যোগ দিয়েছেন বাংলার ১১ তারকা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে তারা পতাকা তুলে নেন। দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র এ অভিনেতাদের দলে স্বাগত জানানোর কথা ঘোষণা দেন।

এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি জানান, টলিউডে তৃণমূল যে অত্যাচার চালাচ্ছে, তার বিরোধিতা করা এদের বিজেপিতে যোগদানের অন্যতম কারণ। যারা এ দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গে বেশ পরিচিত মুখ। পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়,দেবরঞ্জন নাগ এবং রূপা ভট্টাচার্য-এই ১১ জন শিল্পী এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন।

দিলীপ ঘোষ এবং মুকুল রায় ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহুল সিংহ, স্বপন দাশগুপ্ত এবং সুভাষ সরকার। তারাই উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিজেপিতে যোগদানকারী শিল্পীদের।

টলিউড এবং টেলিউডে প্রভাব বাড়াতে সম্প্রতি খুবই সক্রিয় হয়েছে বিজেপি। এ ছাড়া শিল্পী-কলাকুশলীদের জন্য সংগঠন তৈরি করেছে গেরুয়া শিবির। সেই দুই সংগঠনে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক যোগদান চলছে।

বিপ্লব চট্টোপাধ্যায় বা মাধবী মুখোপাধ্যায়দের মতো প্রবীণরাও সম্প্রতি বিজেপির সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (বিসিপি) প্রতি সমর্থন ব্যক্ত করায় বেশ চাঞ্চল্য তৈরি হয় টলিউডে। মাধবী মুখোপাধ্যায় অবশ্য পরে সরে যান। বিসিপি-র প্রশংসা করলেও তিনি যে বিজেপিতে যোগ দেননি, তা মাধবী স্পষ্ট করে দেন। তবে তার পরের দিনই ১১ জন শিল্পীকে সরাসরি দলে যোগদান করিয়েছে বিজেপি, বিজেপির প্রতিপক্ষকে চাপে ফেলতে বাধ্য তাদের যোগদান করানো হয়েছে।

এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।