আগে বিএসসি পাস, পরে বিয়ে!


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

মফিজ পণ করেছে সে বিএসসি পাস না করা পর্যন্ত বিয়ে করবে না। এদিকে মফিজের বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য পাত্রী ঠিক করে রাখা হয়েছে। আশায় দিন গুনতে থাকে মফিজের হবু বউ। এভাবে একে একে ১২ বছর কেটে যায় কিন্তু মফিজের আর বিএসসি পাস করা হয়ে ওঠে না। এদিকে আবার মফিজের বাড়ির সামনে সাইনবোর্ডে রাখা `মফিজ বিএসসি পরীক্ষার্থী`।

এমনই কাহিনী নিয়ে বৃন্দাবন দাসের রচনা এবং দিপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে নাটক `মফিজ বিএসসি`। নাটকে মফিজ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। জাগো নিউজের সাথে আলাপকালে তিনি বলেন, `মফিজ বিএসএসি নাটকটি অনেক মজার একটি নাটক। দর্শক এ নাটকে ভিন্নতা পাবেন এবং আমার বিশ্বাস সবার কাছেই নাটকটি ভালো লাগবে`।

`মফিজ বিএসসি` নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন শাহানাজ খুশি, মাসুদ রানা মিঠু, শিমুল, নিকিতা নন্দিনী সহ আরো অনেকে। আসন্ন ঈদে `মফিজ বিএসসি` নাটকটি একুশে টিভির ঈদ অনুষ্ঠান মালায় প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।