এবার চলচ্চিত্রে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সুন্দরী সালওয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৪ জুলাই ২০১৯

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। এই মঞ্চ দিয়ে আলোচনায় আসা সুন্দরী নিয়মিতই নানা বিজ্ঞাপনে কাজ করে চলেছেন। এবার তার নাম যুক্ত হলো রুপালি পর্দাতে।

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালওয়া। তার সঙ্গে জুটি গড়েছেন হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন এ কে আজাদ। এই জুটিকে দেখা যাবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে।

পরিচালক জাগো নিউজকে জানান, গত ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়। এতে অংশ নেন নায়িকা সালওয়া, নায়ক একে আজাদ-সহ অন্য কলাকুশলীরা।

এ ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করবেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমী মিথিলা, চিকন আলিসহ আরও অনেকে।

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘চলচ্চিত্র বড় পরিসরের কাজ। খুব দ্রুত সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানো যায়। সিনেমায় কাজ করার যে স্বপ্নটা লালন করে রেখেছিলাম সেটা পূরণ হলো। ভালো লাগছে। আমি নিজের যোগ্যতা ও মেধার সর্বোচ্চটা ঢেলে দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয়ার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম ছবি, প্রথম অনুভূতি সত্যিই অন্যরকম। গতকাল প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের পরামর্শ পাওয়ার পর সেই ভয়টা আর নেই।’

Salwa

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘১২ জুলাই থেকে শুটিং শুরু করেছি। সালওয়া আজাদ-দুজনই নতুন, তবে তারা সম্ভাবনাময়। সঠিক গাইডলাইন দিতে পারলে ভালো কিছু করতে পারবে।’

এদিকে বৃষ্টির কারণে শুটিং পিছিয়ে দিয়েছেন বলে জানিয়ে মানিক বলেন, ‘ইচ্ছে ছিল টানা কয়েক দিন শুটিং করব। কিন্তু প্রথম দিন শুটিংয়ে গিয়েই বৃষ্টির কবলে পড়ি। ফলে আপাতত শুটিং পিছিয়ে দিয়েছি। ইচ্ছে এই মাসের ২০ তারিখের দিকে আবারও শুটিং শুরু করার।’

পরিচালক আরও জানান, ২৫ তারিখ থেকে নড়াইলে টানা দুই সপ্তাহ কাজ চলবে। ছবিতে মোট ৫টি গান থাকছে ইতিমধ্যেই ছবির একটি গান রেকর্ড সম্পন্ন হয়েছে এতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী মৌসুমী মিথিলা ও ইমরান। ছবিটির বেশির ভাগ দৃশ্যধারনের কাজ হবে সিলেট ও নড়াইলে।

ঈদের পর সিলেটে দুটি গান শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।