মক্কা ও মদিনায় উট কোরবানি নিষিদ্ধ


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

চলতি বছর হজ মৌসুমে  হাজিদের জন্য মক্কা ও মদিনায় উট কোরবানি নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার।

মার্স ভাইরাসে সম্প্রতি দেশটিতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন বলছে, উটের সংস্পর্শে এলে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

তাই সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে, এবার শুধুমাত্র ভেড়া আর গরু কোরবানি দিতে পারবেন হাজিরা, যা ভাইরাসটির বিস্তার ঘটায় না। সাধারণত হজের সময় কোরবানি দিয়ে হাজিরা মাংস গরীবদের মধ্যে বিতরণ করে থাকেন।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।