নোবেলকে নিয়ে শখের অহঙ্কার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১২ জুলাই ২০১৯

টিভি খুললে প্রায় সব চ্যানেলেই দেখা মিলতো তার। কখনো বিজ্ঞাপনে, কখনো বা নাটক-টেলিছবিতে। বিভিন্ন পণ্যের প্রচারণায় দেয়া বিজ্ঞাপনের সৌজন্যে পত্রিকার পাতাজুড়েও ছিল তার রাজত্ব। জনপ্রিয়তায় ছুঁয়েছিলেন ওই আকাশটাকেই। তিনি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। অবাক করা ব্যাপার হলো দীর্ঘদিন ধরেই কোনো খবরে ছিলেন না তিনি।

তার ভক্তদের জন্য সুখবর হলো প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরেছেন শখ। সম্প্রতি শেখ সেলিমের পরিচালনায় ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন শখ।

আনন্দের খবর হলো এবার একই নির্মাতার নির্মাতার আরও একটি নাটকে অভিনয় করছেন শখ। নাটকটির নাম ‘অহঙ্কার’। এই নাটকে শখের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেল। তিন বছর পর জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সর্বশেষ তারা ২০১৬ সালের ঈদে ‘দ্যা হিরো’ নাটকে অভিনয় করেছিলেন তারা।

আজ শুক্রবার সকালে উত্তরায় নাটকটির শুটিং শুরু করেছেন বলে জানালেন নির্মাতা সেলিম। সাবিবর চৌধুরীর গল্পে ‘অহঙ্কার’ নাটকটি রচনা করেছেন তানিন রহমান। নাটকটিতে চৌধুরী গ্রুপ অব ইন্ড্রাস্টিজ এর একজন জিএম ভূমিকায় অভিনয় করেছেন নোবেল আর শখ অভিনয় করছেন কর্পোরেট চাকরিজীবীর ভূমিকায়। নাটকটি প্রযোজনা করছেন যৌথভাবে সাবিবর চৌধুরী, রাসেল আলম এবং মামুন খান হাবিব।

নাটকটি নিয়ে নোবেল বলেন, ‘গল্পটি সাধারণ, কিন্তু চমৎকার। নির্মাতা সেলিমের পরিচালনায় আমার প্রথম কাজ এটি। শখ এর সঙ্গে আগেও অভিনয় করেছি। শখ সব সময়ই খুব ভালো একজন সহশিল্পী। মডেলিং কিংবা বিজ্ঞাপনে সে খুব ভালো করছে। আমাদের নতুন এ কাজটিও ভালো লাগার মতো একটি কাজ হবে।’

শখ বলেন, ‘নোবেল ভাইয়ার সাথে সব সময় কাজ করা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। তিনি এত বড় একজন সুপারস্টার হলেও ওনার মধ্যে যে আন্তরিকতা দেখে এসেছি, তা আমাকে মুগ্ধ করেছে বারবার। তার সাথে প্রতিটি কাজই আমি খুব উপভোগ করি। আশা করি, আসছে ঈদুল আযহাতে আমার অন্যতম একটি কাজ হবে এটি।’

নির্মতা শেখ সেলিম জানালেন, বাস্তব ঘটনা থেকে নির্মাণ করছেন নাটিকটি। আসছে ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

উল্লেখ্য, নোবেল ও শখ প্রথম গাজী শুভ্রর নির্দেশনায় আরসি কোলার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর তারা দু’জন আফতাব মেট্রেসের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। সর্বপ্রথম তারা ২০১৪ সালের ঈদে আর বি প্রীতমের নির্দেশনায় ‘স্মার্তো’ নাটকে অভিনয় করেন।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।