জয়ার খাঁচা সিনেমার বিশেষ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১২ জুলাই ২০১৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘খাঁচা’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। আকরাম খান পরিচালিত এই ছবিটি বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শীত হয়ে আসছে ও দেশে-বিদেশে বেশ প্রশংসা পেয়েছে। এবার এই ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলা সিনেমার প্রসারে কাজ করা সংগঠন কাউন্টার ফটো স্টুডেন্ট ফোরাম ‘কালো’।

জানা গেছে, আগামী ২৬ জুলাই এ প্রতিষ্ঠানটির উত্তরা ক্যাম্পাসে বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ছবিটি। যার প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা।

১৯৪৭ সালের দেশভাগের ঘটনা নিয়ে প্রখ্যাত ঔপন্যাসিক হাসান হাজিজুল হকের একই নামের একটি গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'খাঁচা।বারবার দেশত্যাগের চেষ্টা করে বাংলাদেশি একটি হিন্দু পরিবার। কিন্তু প্রতিবারই কোনও না কোনও বাধার সম্মুখীন হয়। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।

‘খাঁচা’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আকরাম খান, সাদিকা রহমান, মামুনুর রশীদ, মাহবুবা রেজানুর প্রমুখ।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।