প্রধানমন্ত্রী হলেন আইকন অব লিডারশিপ : সংসদে সুরঞ্জিত


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন আইকন অব লিডারশিপ। তার কারণে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রকাশিত জরিপ নিয়ে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার রাতে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আইআরআই প্রকাশিত জরিপে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর গত দেড় বছরে সরকার ও আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বেড়েছে। ওই জরিপের ওপর সংসদে প্রস্তাব সাধারণ উত্থাপন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।

জরিপের প্রসঙ্গ তুলে ধরে সুরঞ্জিত সেনগুপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আপনাদের রিপোর্টে তো আন্দোলনের নামে মানুষ হত্যা করা হয়েছে তা বলা নেই।

তিনি আরো বলেন, আমেরিকা যার বন্ধু তার দুশমনের প্রয়োজন নেই। তাই রিপোর্টে ভয় লাগে। তবে আমি বলতে চাই ৭৫’-এ পার পেয়েছেন, এইবার পার পাবেন না। বাংলাদেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। এখানে নাড়াবেন না। এবার যদি শেখ হাসিনার ওপর কোনো আঘাত আসে, তাহলে এই দেশের মানুষ এবং আমরা রাজপথে নামবো।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।