টানাপোড়েনের গল্পে ইমন ও পিয়া বিপাশা
অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি প্রেম-ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস ছাড়া সে সম্পর্কের স্থায়িত্ব বাড়ে না। মিথ্যা ভালোবাসাকে আঁকড়ে ধরে কেউ বাঁচতে চায় না। বিশ্বাস-অবিশ্বাসের এমন টানাপোড়েন নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ভালোবেসে যদি সুখ নাহি’।
শফিকুর রহমান সান্তনুর রচনায় এবং শাহিন সরকারের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন এবং পিয়া বিপাশা। আনোয়ার পারভেজের প্রযোজনায় টেলিফিল্মটিতে আরো অভিনয় করছেন মাসুদ মহিউদ্দিন ও প্রিয়া আমান।
টেলিছবিটি নিয়ে ইমন বলেন, ‘খুব বেশি ছোট পর্দায় কাজ করা হয় না তবে গল্পটা গতানুগতিক ধারার বাহিরে সেজন্যই কাজটি কছি। আশাকরি এটি সবার ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, কক্সবাজার এবং রাজধানীর কিছু লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে এবং আগামী কোরবানি ঈদে এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচারিত হবে।
এনই/এলএ/পিআর