দেনমোহরও বাকি রেখেছেন মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৪ জুলাই ২০১৯

সব দোকানেই বাকি খায় সে। রিকশা ভাড়াও বাকি রাখে। এমনকি বিয়ের দেনমোহর বাকি রেখেছে। প্রয়োজনে এমন একটা পরিস্থিতি তৈরি করে তাকে বাকি না দিয়ে আর কোনো উপায় থাকে না। এমন একটি গল্প নিয়েই এবার নির্মিত হয়েছে নাটক ‘সেই রকম বাকি খোর’। নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এর আগে তার অভিনীত ‘সেই রকম চা খোর’, ‘সেই রকম ঝাল খোর’, ‘সেই রকম পান খোর’, ‘সেই রকম ঘুষ খোর’, ‘সেই রকম কাচ্ছি খোর’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকগুলোতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সেই দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে এবার নির্মিত হয়েছে সিক্যুয়াল নাটক ‘সেই রকম বাকি খোর’।

আগের নাটকগুলোর মতো এবারও নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন মারুফ মিঠু। এ নাটকে মোশাররফ করিমের চরিত্রের নাম ইসহাক।

নির্মাতা মারুফ মিঠু জানান, নাটকটির গল্পটাই এমন যে, দর্শক যখন দেখবেন তখন বেশ আনন্দ পাবেন। ঈদুল আজহায় একটি চ্যানেলে প্রচার হবে ‘সেই রকম বাকি খোর’।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।