অস্কারের জন্য বাংলাদেশি ছবি আহ্বান


প্রকাশিত: ১১:৩১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চত্রি আহ্বান করার হয়েছে।

এবারের ৮৮তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ’র উদ্যোগে কমিটির চেয়ারম্যান করা হয়েছে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে।

এছাড়াও ৮৮তম অস্কার বাংলাদেশ কমিটি রবিন শামসকে মিডিয়া কো-অর্ডিনেটর মনোনীত করেছে।

জানা গেছে, ১ অক্টোবর ২০১৪ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ৫টার মধ্যে তা জমা দিতে হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।