ঢাবিতে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ


প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। এরপর কোনো শিক্ষার্থীর আবেদনের সুযোগ থাকছে না। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করবেন। গত ২৪ আগস্ট অনলাইনে ভর্তির এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ছয় হাজার ৬৫৫টি। যার মধ্যে ক-ইউনিটে এক হাজার ৬৬০টি, খ-ইউনিটে দুই হাজার ২৫০টি, গ-ইউনিটে এক হাজার ১৭০টি, ঘ-ইউনিটে এক হাজার ৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন সংখ্যা রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৫৮২টি।

উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।