টেলি সামাদের পা কেটে ফেলতে হচ্ছে


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২০ অক্টোবর ২০১৪

কৌতুক অভিনয়শিল্পী টেলি সামাদ গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার চিকিৎসা চলছে ডা. কামাল পাশার তত্ত্বাবধানে।

স্কয়ার হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় তার হার্ট অ্যাটাক ও ফেইলর অবস্থা ছিল। পাশাপাশি বহু ধরনের জটিলাতায় তিনি ভুগছেন। কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিন হয়েছে তার। গ্যাংরিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে। এর ফলে তার পা কেটে ফেলতে হচ্ছে।

চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদ আশংকামুক্ত নন। গ্যাংরিনের অপারেশন করাটা জরুরি হয়ে পড়েছে। নইলে সংক্রামণ রক্তে ছড়িয়ে পড়বে। তখন তাকে বাঁচানো সম্ভব হবে না। আবার অস্ত্রোপচারের পর জ্ঞান না ফিরলে একই ঘটনা ঘটতে পারে। তাই তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার মেয়ে অস্ত্রোপচারে সম্মত হয়েছেন। এটা ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।