সাংবাদিকদের দাবিতে অবশেষে মিডিয়া সেন্টার


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যথাযোগ্য সম্মান পান না সংস্কৃতি প্রতিবেদকরা। সঠিকভাবে পান না তথ্য-উপাত্ত। এইসব অভিযোগ বহুদিনের পুরোনো। তারই ভিত্তিতে সংস্কৃতি প্রতিবেদকদের দাবি ছিলো শিল্পকলা একাডেমিতে মিডিয়া সেন্টারের।

অবশেষে সেই সপ্ন পূরণ হতে চলেছে। বুধবার বিকেল ৩টায় উদ্বোধন হবে সংস্কৃতি প্রতিবেদকদের দীর্ঘদিনের চাহিদা ও স্বপ্নের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবনির্মিত ‘মিডিয়া সেন্টার’। মিডিয়া সেন্টারটি নির্মিত হয়েছে একাডেমির জাতীয় নাট্যশালার নিচ তলায়।

মিডিয়া সেন্টারের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। মিডিয়া সেন্টারে থাকছে সাংবাদিকদের বসার জন্য চেয়ার টেবিল, ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।