মায়ের স্মরণে শাফিন আহমেদ


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও নজরুলসংগীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রথম প্রয়াণ দিবস বুধবার। গেল বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান। তার জীবন ও কর্ম গানের ভুবনে পূজনীয় হয়ে আছে।

শিল্পীর প্রথম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করতে টিভি চ্যানেলগুলোতে নানা রকম আয়োজন করা হয়েছে। তারমধ্যে চ্যানেল আইতে বুধবার রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘কতোযুগ যেন দেখিনি তোমারে’ নামের একটি অনুষ্ঠান। এখানে উপস্থাপনা করবেন ফিরোজা বেগমের ছেলে শাফিন আহমেদ। মাইলস ব্যান্ড খ্যাত এই তারকা উপস্থাপনার ফাঁকে দর্শকদের সাথে ভাগ করবেন মায়ের নানা গল্প ও গান।

অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও প্রযোজক রাজু আলীম জানালেন, অনুষ্ঠানটিতে গান গেয়েছেন ফিরোজা বেগমের ভাতিজি সুস্মিতা আনিস, নজরুলসংগীত শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও ছন্দা চক্রবর্তী। উপস্থাপনার পাশাপাশি ‘কতোযুগ যেন দেখিনি তোমারে’ গানটি গেয়েও শুনিয়েছেন শাফিন। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।

এদিকে শাফিন জানান, অনুষ্ঠানটি সাজানো হয়েছে তার মায়ের কণ্ঠে জনপ্রিয় হওয়া নজরুলের গান এবং ফিরোজা বেগমের সুর করা গান ও স্মৃতিচারণ নিয়ে।

জানা গেছে, এই অনুষ্ঠান ছাড়াও ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গাইবেন তার পরিবারের শিল্পীরা। তারমধ্যে বুধবার সকাল সাড়ে ৭টায় সরাসরি ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অংশ নেন সুস্মিতা আনিস। একই সময়ে এসএ টিভিতে ‘রবির আবীর’-এ ছিলো সুস্মিতার ধারণকৃত পরিবেশনা।

পাশাপাশি আসছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ফিরোজা বেগম স্মরণে গাইবেন নজরুলসংগীত শিল্পী নাশিদ কামাল।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।