দুর্নীতির বিষবৃক্ষ উৎপাটনে দুদক বদ্ধপরিকর


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

দেশের যেকোনো সেক্টরের দুর্নীতির বিষবৃক্ষ উৎপাটন করতে দুদক বদ্ধপরিকর। আর এ লক্ষ্য নিয়েই কাজ চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এখন স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমান সময়ে সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুদকের এসব কাজে এখন সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত `দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত` এক আলোচনা সভায়  এসব কথা বলেন তিনি।

কক্সবাজার জেলার সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ এবং স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমদসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।