ইয়েমেনে আবারও যুদ্ধবিরতি শুরু


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২০ অক্টোবর ২০১৪

ইয়েমেনে নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে বিবদমান সুন্নি আদিবাসী ও শিয়া সম্প্রদায়ের অনুসারী হুথি বিদ্রোহীরা। আইবিবি প্রদেশে সুন্নিদের সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে ২০ জন নিহত হওয়ার পর সহিংসতা বন্ধে এ রাজ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুইপক্ষ।

প্রদেশটিতে গত শুক্রবার উভয়পক্ষ ২৪ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি চুক্তি সম্পাদন করে। পরদিন শনিবার ইয়ারিম শহরে এক সংঘর্ষে নিহত হয় দুপক্ষের অন্তত ২০ জন। এরপরই দ্বিতীয় এ চুক্তিটি করা হলো।

চুক্তি অনুযায়ী উভয়পক্ষই দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করবে। এছাড়া সামরিক আগ্রাসন বন্ধ, স্থানীয় সরকারকে সহযোগিতা ও সঙ্কট নিরসনে দ্রুত কমিটি গঠনে সম্মত হয়েছে সুন্নি ও শিয়ারা।

উল্লেখ্য, প্রাদেশিক রাজধানীতে হুথিদের প্রবেশ ঠেকাতে সুন্নি আদিবাসীরা চেকপয়েন্ট করার পর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ে।

আইবিবি প্রদেশের স্থানীয় একজন কর্মকর্তা বলেন, হুথি যোদ্ধা ও সুন্নি আদিবাসীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সূত্র: আল জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।