সব ছে‌লেমেয়েই না‌য়ক-না‌য়িকা হ‌তে চায় : শা‌কিব‌

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৭ জুন ২০১৯

'নায়ক-না‌য়িকা ম‌া‌নেই ভা‌লো কিছুর প্র‌তি‌নি‌‌ধিত্বকারী। সি‌নেমা দারুণভা‌বে মানু‌ষের ম‌নে প্রভাব বিস্তার ক‌রে। নায়ক-নায়িকারা যখন ভা‌লো কো‌নো চ‌রি‌ত্রে অ‌ভিনয় ক‌রে দর্শক নি‌জে‌কে তা‌দের স্থা‌নে কল্পনা ক‌রে। যুব সমাজ‌কে বদলা‌তে হ‌লে ভা‌লো চল‌চ্চিত্র প্র‌য়োজন। সব ছে‌লেমে‌য়েই কিন্তু নায়ক-না‌য়িকা হ‌তে চায়। যত‌দিন চল‌চ্চিত্র থাকবে তত‌দিন চল‌চ্চিত্র সুন্দর সমাজ গঠ‌নে ভূ‌মিকা রাখ‌বে।'

কথাগু‌লো বল‌ছি‌লেন ঢাকাই সি‌নেমার নাম্বার ওয়ান নায়ক শা‌কিব খান।‌ সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লা‌বে 'ম‌নের ম‌তো মানুষ পাইলাম না' সি‌নেমার মহর‌তে সি‌নেমা নি‌য়ে বল‌তে গি‌য়ে এসব ব‌লেন শা‌কিব খান।‌

তি‌নি আরও ব‌লেন, 'দে‌শের যুব সমাজ‌কে এ‌গি‌য়ে নি‌তে মাদ‌কের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ‌কের আ‌ধিপত্য ক‌মে গে‌ছে। এমন উ‌দ্যো‌গের পাশাপা‌শি ভা‌লো সি‌নেমাও যুব সমাজ‌কে ভা‌লো পথ দেখা‌বে।'

শাকিব খান আরও ব‌লেন, 'আন‌ন্দের ব্যাপার হ‌লো আমা‌দের ছ‌বির প্র‌যোজক একজন যুব‌নেতা। দে‌শের যুব সমাজ‌কে গড়‌তে তি‌নি চল‌চ্চি‌ত্র প্র‌যোজনা কর‌ছেন।'

নতুন সি‌নেমা প্রস‌ঙ্গে শা‌কিব খান ব‌লেন, 'ম‌নের মানুষ পাইলাম না' এটা পা‌রিবারিক ছবি, দেশ প্রে‌মের ছ‌বি, ভা‌লোবাসার ছ‌বি, যুব সমাজ‌কে গড়ার ছ‌বি। আমা‌দের ছ‌বির নির্মাতা জা‌কির হো‌সেন রাজু গুণী একজন নির্মাতা। উনার ছ‌বি‌তে অ‌ভিনয় ক‌রে প্রথম জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার পে‌য়ে‌ছি আ‌মি। এই ছ‌বি‌টিও এক‌টি ভা‌লো ছ‌বি হ‌বে ব‌লেই আমার বিশ্বাস।'

মহর‌তে আগতদের উ‌দ্দে‌শে শা‌কিব খান ব‌লেন, 'আজ‌কের অনুষ্ঠান খুব আন‌ন্দের অন‌ুষ্ঠান। এখা‌নে ম‌ঞ্চে যারা আ‌ছেন তার স্ব-স্ব ক্ষে‌ত্রে খ্যা‌তিমান। আমার সাম‌নে আ‌ছেন আম‌ার ওস্তাদ সোহানুর রহমান। যি‌নি আমার শা‌কিব খান নাম‌টি দি‌য়ে‌ছি‌লেন। আম‌া‌কে প্রথম এমন মহর‌তে দাঁড়া‌নোর সু‌যোগ ক‌রে দি‌য়ে‌ছি‌লেন। এখা‌নে যারা এ‌সে‌ছেন সবাই আমার প‌রিবার। সবাই আমা‌দের ছ‌বি‌টির জন্য শুভ কামনা জানা‌তে এ‌সে‌ছেন। আ‌মি সবার প্র‌তি কৃতজ্ঞ।'

'ম‌নের ম‌তো মানুষ পাইলাম না' সি‌নেমা‌টি নির্মাণ কর‌ছেন জা‌কির হো‌সেন রাজু। ছ‌বির প্রধান দুই চ‌রি‌ত্রে অ‌ভিনয় কর‌বেন শাকিব-বুবলী জু‌টি। ছ‌বিটি প্র‌যোজক দেশ মা‌ল্টিমি‌ডিয়ার কর্ণধার যুবলীগ নেতা এনামুল হক আরমান। ছ‌বি‌টির সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আ‌ছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট।

সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লা‌বে 'ম‌নের ম‌তো মানুষ পাইলাম না' ছ‌বির মহর‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তথ্য প্র‌তিমন্ত্রী ড. মুরাদ হাসান, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পা‌নিসম্পদ মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণাল‌য়ের স‌চিব আব্দুল মা‌লেক, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের মহাস‌চিব শাবান মাহমুদ, যুবলী‌গের ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

উপ‌স্থিত ছি‌লেন নির্মাতা জা‌কির হো‌সেন রাজু, ছ‌বি‌টির প্রধান দুই অ‌ভিনয় শিল্পী শা‌কিব খান ও বুবলী। তা‌দের শুভকামনা জানা‌তে এ‌সে‌ছি‌লেন চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, না‌য়িকা অঞ্জনা, প্র‌যোজক নেতা খোর‌শেদ আলম খসরু প্রম‌ুখ।

এমএ‌বি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।