কেমন কাটছে নায়ক রিয়াজের ঈদ?

মাসুম আওয়াল
মাসুম আওয়াল মাসুম আওয়াল , স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৩১ এএম, ০৫ জুন ২০১৯

ঈদে রঙিন দিনটিকে আরও রঙিন করে তুলতে ছুটে চলে মানুষ। শহরের মানুষ ফিরে যায় গ্রামে। আর যারা শহরেই থিতু সেখানেই রঙিন করে তুলেন জীবন। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব প্রাণবন্ত করে তুলে সারা দেশ।

ঈদে আর সবার মতো তারকারাও উপভোগ করেন, জীবনকে রাঙিয়ে নেন আনন্দে। তারকাদের ঈদ নিয়ে জানার আগ্রহ থাকে দর্শকদের। তারা কে কী কিনলেন ঈদে, কোথায় ঘুরতে যাচ্ছেন?, ঈদের দিনটা কীভাবে কাটাচ্ছেন? ঈদের কোন খাবার পছন্দ? ছোটবেলার ঈদ কেমন ছিলো?

দর্শকের সেইসব কৌতুহলের কথা মাথায় রেখেই তারকাদের বিষয় তুলে ধরার চেষ্টা করেছে জাগো নিউজ। ঈদের নানা বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ।

তিনি বলেন, ‘মেয়ে আমেরা সিদ্দিকী, স্ত্রী টিনা ও ভাই বোনদের সঙ্গে কাটবে এবারের ঈদ। পরিবারকে একটু খানি বেশি সময় দিতে পারার মধ্যেই এখন বেশি আনন্দ মেলে। পরিবারের বাইরেও বন্ধুদের সঙ্গে আড্ডাও জমে।’

Riaaaz

এই নায়ক ঈদের আগেই কেনাকাটা সেরেছেন ঢাকাতে। তিনি বলেন, ‘সবসময় ঢাকাতেই কেনাকাটা করি আমি। এখানে ঘুরেফিরে সবার জন্য সবকিছুই পাওয়া হয়ে যায়।’

‘ঈদের দিন সাধারণত পাঞ্জাবী পরতেই সাচ্ছন্দ বোধ করি। আর ঈদের দিনটা কাটাই ঘুমিয়ে। ঘুম থেকে উঠে বাসার খাবার খাই। বিশেষ কোনো পছন্দের খাবার নাই আমার। সব খাবারই ভালো লাগে।’

নিজে রান্না করার অভিজ্ঞতা আছে এমন প্রশ্নের জবাবে রিয়াজ মজার ছলেই বললেন, ‘রান্না তো করা লাগে না আমার। তবে প্রয়োজন হলে রান্না করতে পারি।’

শৈশবের ঈদের স্মৃতি মনে করে রিয়াজ বলেন, ‘শৈশবের ঈদগুলো অন্যরকম আনন্দের ছিলো। এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে সবকিছু। দায়িত্ব বোধ বেড়েছে। শৈশবের আনন্দ আর এখনকার ঈদে পাওয়া যায় না। সেই দিনগুলো মিস করি খুব।’

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।