সন্তানরাই শাহরুখের শিক্ষক


প্রকাশিত: ১১:০৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাবা-মা সন্তানের অভিভাবক। তাদের কাছ থেকেই মানুষ প্রথম শিক্ষা পায়। কিন্তু শাহরুখ জানালেন ভিন্ন কথা। তার শিক্ষকই বরং তার সন্তানেরা।

গেল শনিবারই ছিল শিক্ষক দিবস। প্রত্যেক মানুষই শিক্ষক দিবসে কেউ বা তাদের বাবা-মাকে, কেউ আবার জীবনে যে কয়েকজন শিক্ষকের সান্নিধ্যে এসেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন এই দিনটিতে। বলিউড সুপারস্টার শাহরুখ খান শিক্ষক দিবস উপলক্ষ্যে তার সন্তানদেরই নিজের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিলেন।

বলিউড বাদশা টুইটারে বললেন, সন্তানরাই আমার জীবনের আসল শিক্ষক। ১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন বাদশা। তাদের তিনটি সন্তান, আরিয়ান (১৭), সুহানা (১৫) এবং অাব্রাম।

সন্তান স্নেহে আপ্লুত বাবা আরো বলেছেন, তিনি তার সন্তানদের কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছেন। আমি তাদের থেকে ধৈর্যশীলতা, নম্রতা, শর্তহীন ভালবাসা এবং অপ্রয়োজনে হাসার শিক্ষা পেয়েছি, যা জীবনে চলার পথে একান্ত প্রয়োজনীয়। শুধু তাই নয় তিনি তার সন্তানদের থেকে কোনও নতুন গান, নয়া ট্রেন্ড সম্পর্কেও জানতে পারেন বলে জানিয়েছেন শাহরুখ।

বাদশা টুইটারের মাধ্যমে বিভিন্ন সময় তার সন্তানদের ছবি, তাদের বিভিন্ন কাজকর্মের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।