শাহাদাতের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিসিবি


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের দায়ে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে শাহাদাতকে সস্ত্রীক গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার রাতে রাজধানীর কালশী থেকে পল্লবী থানা পুলিশ শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে। হ্যাপি তার ওপর অমানবিক নির্যাতনের জন্য শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে দায়ী করে।

শাহাদাতকে গ্রেফতারে ইতিমধ্যে প্রযুক্তির সাহায্য নিয়েছে পুলিশ। তিনি যেন দূরে কোথাও পালিয়ে যেতে না পারেন তাই এত দ্রুত এই ব্যবস্থা নেয়া হয়েছে।
 
এদিকে শাহাদাতের বিরুদ্ধে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হ্যাপির শরীরের অধিকাংশ স্থানে গুরুতর জখম ও ফুলে গেছে, দু’চোখে আঘাতের চিহ্ন ও ফোলা, দু’পায়ে জখম ও দাহ্য পদার্থ ও গরম খুনতির ছ্যাকার দাগ রয়েছে।
 
এছাড়াও পুলিশের কাছে হ্যাপি বলেছে, শাহাদাত প্র্যাকটিসের পর একটি লাঠি কিনে নিয়ে আসে। সেটি দিয়ে তাকে পেটানো হয়। তার গাড়িতে সবসময় একটি লাঠি থাকে, সেটি দিয়েও তাকে পেটানো হয়েছে। বিভিন্ন অজুহাতে মারধর করতো।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।