মায়ের সন্ধানে অপি করিম
স্বামী-সংসার নিয়ে ভালোই চলছিলো অপির জীবন। চেষ্টা করছিলেন আর দশটা নারীর মতোই সবকিছু গুছিয়ে নিতে। এর মধ্যেই ঘটে গেল ঘটনা। অপি জানতে পারলেন যে মায়ের কাছে তিনি বড় হয়েছেন তিনি তার আপন মা নন।
মন খারাপের বৃষ্টিরা ভিজিয়ে দিয়ে গেল সুখের আঙিনা। অপি ছুটে বেড়াতে লাগলেন মায়ের সন্ধানে। সাগর জাহানের রচনায় ‘আমার নাম রেখেছে কে’ নামের নাটকে এমনই একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মুখ অপি করিমকে।
নাটকের গল্প নিয়ে সাগর বলেন, ‘হঠাৎ করে অপি একদিন জানতে পারেন যিনি তার আসল মা তিনি আগে পতিতা ছিলেন।’ অপির মায়ের চরিত্রে আছেন ওয়াহিদা মল্লিক জলি।
এর আগে গত রোজার ঈদে সাগর জাহানের পরিচালনায় ‘এই শহর মাধবীলতার নয়’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন অপি। ‘আমার নাম কে রেখেছে’ প্রচার হবে বৈশাখী টেলিভিশনে, আসছে কোরবানির ঈদে। এখানে অপির স্বামী চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।
এলএ/পিআর