মাছরাঙায় সজল ও বিন্দুর সরি


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সরি’। মোস্তফা মননের রচনা ও শাহীন স্বাধীনের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও বিন্দু।

নাটকের গল্পে দেখা যাবে, একই বিশ্ববিদ্যালয়ে পড়েন সজল ও বিন্দু। শৈশবেই মা হারিয়ে বাবার যত্নে বেড়ে ওঠা বিন্দু এক প্রকার নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত। তাকে খুব পছন্দ করেন সজল। আর তাই বিন্দুর সামনে পড়লে তার আচার-আচরণ অস্বাভাবিক হয়ে যায়।

নিজেকে স্মার্ট করার জন্য বাজার থেকে বই কিনে স্মার্ট হওয়ার কৌশল শেখেন! বিষয়টা বিন্দুর কাছে ধরা পড়লে সে খুব বিরক্ত হন। নানা দ্বিধা-সংকোচের পর একদিন বিন্দুকে তার ভালোলাগার কথা বলতে সক্ষম হয় সজল। পরের দিন সজলকে বাসায় যেতে বলেন বিন্দু। বাসায় যাওয়ার পর সজল জানতে পারে একটি কিডনি নিয়ে বেঁচে আছেন বিন্দু। অন্য কিডনিটার অবস্থাও ভালো না।

শেষ চেষ্টা হিসাবে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় সরি বললেন বিন্দু, সজলের চোখ অন্ধকার হয়ে আসে। ভালোবাসার মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৃথিবীকে বড় অচেনা মনে হয় তার।

সোমবার রাত ১২ টা ২ মিনিটে বিরতিহীনভাবে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।