একসাথে ৩৩ শিল্পীর গান


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

কোরবানি ঈদ উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে ‘চাটগাঁ এক্সপ্রেস’। অ্যালবামটিতে কণ্ঠ দিতে যাচ্ছেন ৩৩ জন শিল্পী। একসাথে এত শিল্পীর গান গাওয়া এটিই হবে দেশের প্রথম অডিও অ্যালবাম।

জানা গেছে, অ্যালবামের সবকটি গানের গীতিকার জীবক বড়ুয়া। তারই উদ্যোগে প্রকাশিতব্য এই অ্যালবামটি সাজানো হয়েছে একক ও ডুয়েট সমন্বিত, মোট ১৩টি গান দিয়ে।

এতে গান গাইবেন সাব্বির, নিশিতা, রাশেদ, রন্টি দাস, সন্দীপন, বৃষ্টি মুৎসুদ্দী, মুনের মতো সময়ের আলোচিত শিল্পীদের পাশাপাশি এক ঝাঁক নবীন শিল্পীরা। অ্যালবামের গানগুলোর সুর করেছেন ইফতেখারুল লেনিন, আরিয়ান, সাব্বির, রাশেদ, জীবক বড়ুয়া ও দেবেন্দ্রনাথ চ্যাটার্জী এবং সঙ্গীতায়োজন করেছেন ইফতেখারুল লেনিন, সাব্বির জামান ও অমিত চ্যাটার্জী।

অ্যালবামটি নিয়ে এর গীতিকার ও আয়োজক জীবক বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামের প্রতি আমাদের ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই অ্যালবামটি করা। সময়ের আলোচিত চট্টগ্রামের সংগীত কলাকুশলীদের একত্রিত করার পাশাপাশি নতুন প্রতিভাবানদের উৎসাহিত করতে চেয়েছি আমরা। এত বড় উদ্যোগ ও আয়োজন চট্টগ্রাম থেকে এই প্রথম।’

অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন ঈগল মিউজিক।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।