শুটিংয়ের ডাকে ঈদের আগেই ইরান যাচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ এএম, ৩১ মে ২০১৯

লম্বা বিরতি শেষে আবারও সিনেমায় ফিরলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। তারা নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন অনন্ত জলিল।

ছবিটির বেশকিছু অংশের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইরান ও বাংলাদেশে। আবারও নতুন করে শুরু হবে এর দৃশ্যায়ন। সে জন্য ছবির বাংলাদশি ইউনিট নিয়ে আবারও ইরান যাচ্ছেন অনন্ত জলিল। তার সঙ্গে নায়িকা বর্ষাসহ বাংলাদেশের ১৫ জনেরও অধিক একটি দল ইরান যাচ্ছে বলে জানিয়েছেন অনন্ত। তাই ইরানেই কাটবে অনন্ত-বর্ষার ঈদ। তাদের সঙ্গে যাবে তাদের দুই পুত্রও।

এই অভিনেতা জানান, ঈদের আগেই আগামী ৪ জুন দেশ ছাড়বেন তিনি ও তার টিম। ইরানে টানা এক সপ্তাহেরও বেশি সময় ছবির শুটিং করবেন। এ লটে ‘দিন: দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং শেষ হবে। এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং তুরস্কে করা হবে বলে নিশ্চিত করেছেন অনন্ত।

এ নায়ক বলেন, ‘আগেই এই সময়ে শুটিং ঠিক করা ছিল। তাই পরিবর্তন করা যায়নি। ঈদের আগেই দেশ ছাড়তে হচ্ছে। ঈদের ছুটির আমেজেই শুটিং করবো সবাই ইরানে। আশা করছি ভালোভাবে কাজ শেষ করতে পারব।’

সব কাজ শেষ করে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন: দ্য ডে’ ছবির শুটিং শুরু হয়। কিন্তু সেখানে শুটিং চলাকালীন উটের পিঠ থেকে পড়ে আহত হওয়ার কারণে তিনি দেশে ফিরে আসেন। এরপর সুস্থ হয়ে বাংলাদেশে শুটিংয়ে অংশ নেন।

এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।