৭ ঘণ্টাতেই ১০ লাখ ছাড়ালো শাকিব-বুবলীর পাগল মন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ এএম, ৩১ মে ২০১৯

শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি আসছে ঈদেই মুক্তি পেয়েছে। আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে এই ছবিটি রয়েছে ঈদের ছবিগুলোর কেন্দ্রবিন্দুতে।

এরই মধ্যে ছবিটির ট্রেলার ও গান প্রকাশ হয়েছে। দক্ষিণ ভারতসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির বেশ কিছু ছবি থেকে অনুপ্রাণিত এই ছবি এমন অভিযোগ উঠলেও ট্রেলারটি বেশ নজড় কেড়েছে শাকিব ভক্তদের। সেইসঙ্গে তুমুল প্রশংসিত হচ্ছে ছবির গানটি।

‘পাগল মন’ শিরোনামের গানটি প্রকাশের ৭ ঘণ্টার মধ্যেই ১০ লাখ ভিউ ছাড়িয়ে গেছে। এই সাফল্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন ছবির নায়িকা বুবলী।

গত বুধবার, ২৯ মে রাতে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ছবির গানটি।

‘পাগল মন’ নামে গানটিতে কন্ঠ দিয়েছেন অশোক সিং। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। শাকিব খান ও বুবলীর নতুন এই গানটি তুরস্কের মনোরম লোকেশনে দৃশ্যধারণ হয়েছে।

মালেক আফসারী পরিচালিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডনসহ অনেকেই।

ছবিটির সহ প্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মাদ ইকবাল। তিনি জানান, আসছে ঈদে সারাদেশের শতাধিক সিনেমা হলে প্রদর্শিত হবে 'পাসওয়ার্ড'।

এমএবি/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।