প্রথম বাংলাদেশি হিসেবে সেরাদের তালিকায় আরজে তাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩০ মে ২০১৯

প্রতিবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। পৃথিবীর উল্লেখযোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীদের মধ্য থেকে বাছাই করে দেয়া হয় এই বিশেষ অ্যাওয়ার্ড।

এবারে ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯’-এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। আর প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হলেন।

প্রতিবছরের মতো এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯। সেখানেই মনোনিতদের হাতে তুলে দেয়া হবে সেরাদের পুরস্কার।

এখানে মনোনিত হয়ে আরজে তাজ জাগো নিউজকে আজ বৃহস্পতিবার বলেন, ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই অঙ্গনে কিছু যুক্ত করতে পারলে খুব ভালো লাগবে।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।