ফেসবুক আইডি হারিয়ে সাবধান করলেন সাগর জাহান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৯ মে ২০১৯

ফেসবুক আইডি হ্যাকড হওয়ার মৌসুম চলছে যেনো। একের পর এক তারকার ফেসবুক আইডি চলে যাচ্ছে হ্যাকারদের দখলে। প্রায় প্রতি মাসেই হ্যাকিংয়ের শিকার হচ্ছেন কোনো না কোনা তারকার ফেসবুক। এবার আবারও হ্যাকারদের খপ্পোরে পড়েছে জনপ্রিয় নাট্য নিমর্তা সাগর জাহানের ফেসবুক আইডি।

জাহিদ হাসান অভিনীত আরমান ভাই, মোশাররফ করিম অভিনীত ‘সেকান্দার বক্স’, ‘চুপ ভাই কিছু ভাবছে’ এর মতো জনপ্রিয় সব নাটক নির্মাণ করেছেন জাগর জাহান। এই বারই প্রথম নয় এর আগেও একাধিকবার এই নির্মাতার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল।

হ্যাকারদের উপদ্রব থেকে রক্ষা পেতে সরকারের কাছে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান এ নির্মাতা। নিজের হ্যাক হয়ে যাওয়া আইডির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্যও সাবধান করে দিয়েছেন সাগর জাহান।

হ্যাক হওয়া আইডির বিষয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন বলে জানালেন সাগর জাহান। সর্বশেষ ঈদুল ফিতরের জন্য নির্মিত আরটিভির সাত পর্বের ধারাবাহিক তালমিছরি? না হাওয়াই মিঠাই? নাটকটি নিয়ে নিজ আইডিতে পোষ্ট দিয়েছিলেন নির্মাতা সাগর জাহান। এরপরই অন্যের নিয়ন্ত্রণে চলে যায় ফেসবুক আইডিটি।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।