শুক্রবার শতাধিক হলে আসছে রানা প্লাজা


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা পরীমনি জুটির প্রথম ছবি ‌‌‘রানা প্লাজা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম খান।

ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করে নজরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, ‘দফায় দফায় নিষেধাজ্ঞা আর প্রতিবন্ধকতা কাটিয়ে ‘রানা প্লাজা’ অবশেষে প্রেক্ষাগৃহে পৌঁছাতে যাচ্ছে। আজ আদালত কর্তৃক ছবিটির উপর থেকে সব রকমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সারাদেশে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।’

কী কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘ভাল কাজ করলে সবাই শত্রুতা শুরু করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একটা সত্য ঘটনাকে ছবিতে তুলে ধরতে চাওয়াতেই এমন নিষেধাজ্ঞা এসেছে। ছবিতে তেমন কোনো আপত্তিজনক দৃশ্য ছিলো না।’

উল্লেখ্য, ‘রানা প্লাজা`’ ছবিতে পোশাকশ্রমিক ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পরীমনি। তার বিপরীতে ‘টিটু’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাইমন সাদিক।

ছবিটির শুটিং শুরু হয় ২০১৩ সালের ১লা ডিসেম্বর। শেষ হয় ২০১৪ সালের মাঝামাঝিতে এসে। পরে সেন্সরে জমা পড়লে নানা ঘটনার মধ্য দিয়ে সেটি প্রদর্শনের জন্য ছাড়পত্র পায়। সেই প্রেক্ষিতে ছবিটি মুক্তির দিন ঠিক করা হয়েছিলো ৪ সেপ্টেম্বর। কিন্তু ২৪ আগস্ট ‘রানা প্লাজা’ প্রদর্শনে ৬ মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। পরে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে রোববার এ নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এখন আর ছবিটির প্রচার ও প্রদর্শনে কোনো বাঁধা রইল না।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।